
জনস্বাস্থ্য কথা
আমাদের দাবি রাষ্ট্র দেশের প্রতিটা নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব নেবে। বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা বা মেডিক্লেম কখনোই 'HEALTH FOR ALL' এর পরিপূরক নয়। স্বাস্থ্য পাঁচ তারা হোটেলের ঝা চকচকে ডাক্তারের কেবিনে নেই। আছে প্রাথমিক চিকিৎসায়, রোগ প্রতিরোধের ক্ষমতায়, মানুষের সচেতনতা গড়ে ওঠায়। এটা সম্ভব ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে এক শ্রেণীহীন শোষণমুক্ত সমাজে। আসুন স্বাস্থ্যের অধিকার নিয়ে আমরা ঐক্যবদ্ধ সংগ্রামী ধারার জনস্বাস্থ্য আন্দোলন তৈরির পথে এগোই। যে পথ আমাদের মুক্ত সমাজের দিকে নিয়ে যাবে। কাজটা সহজ নয়। আমরা পথ খুঁজছি। "যদি ভাবো ভাবছি আমি স্বর্গরাজ্য, আমি জানি একদিন হবে একদিন হবে এটাই গ্রাহ্য"।